Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৬নং পোরজনা ইউনিয়ন পরিষদ

এইটি শাহজাদপুর উপজেলার পুর্বদিকে ৫ কিঃ মিটার দূরে পুরাতন জমিদার বাড়ীতে বর্তমানে অবস্থানরত।

অত্র পোরজনা ইউনিয়ন পরিষদে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ০৬ নং পোরজনা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৮৩৬ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৬২১৩৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৩ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৫টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

    মাদ্রাসা- ১টি।

    কলেজ- ১টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আব্দুল জলীল বি,এ

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ঈদগাহ মাঠ, মসজিদ এবং হিন্দুদের বড় একটি আশ্রম।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – জামিরতা যমুনা নদীর পাড়।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – বর্তমান অস্থায়ী।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২২/০৩/২০০৩ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২৫/০৩/২০০৩ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – অনির্দিষ্ট।

ঢ) গ্রাম সমূহের নাম –

             পোরজনা             চরপোরজনা             ছোটমহারাজপুর

             রানীকোলা            উল্টাডাব                 চরকাদাই

             বড়মহারাজপুর      কাকুরিয়া                ভগিরথপুঠিয়া

             ক্ষিদ্রপুঠিয়া          উত্তর জামিরতা           দক্ষিন জামিরতা

             বাশুরিয়া            চরবাশুরিয়া              কান্দা বাশুরিয়া

             ফেচুয়ামারা             জোতপাড়া               চরবাচড়া                 

              বাচড়া                হরিনাথপুর                নন্দলালপুর              

              জিগার বাড়ীয়া 

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

             ০৪) মোঃ শরিফ  আলী

                পরিচালক (তথ্য ও সেবা কেন্দ্র)