Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

মো: আমিরুল ইসলাম

উপ-সহকারী কর্মকর্তা

পোরজনা ইউনিয়ন পরিষদ

 

কি সেবা কিভাবে পাবেন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিশন স্টেটমেন্ট-

“কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব হলো-সকল শ্রেণীর চাষীদেরকে তাদের চাহিদাভিত্তিক ফলপ্রসূ ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদেরসম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়নে অবদানরাখতে পারে।’’

গুরুত্বপূর্ণ সেবা সমূহ-

  • উন্নত কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌছানো
  • মাঠ পর্যায়ে কৃষকের সমস্যার বিপরীতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা
  • পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনে প্রযুক্তিগত সহায়তা প্রদান
  • দানাদার ফসল,সব্জি, ফল, তৈল,ডাল,মসলা ইত্যাদি জাতীয় ফসল চাষের আধুনিক কলাকৌশল সম্বন্ধে কৃষককে পরামর্শ প্রদান
  • সমন্বিত বালাই ব্যাবস্থাপনায় কৃষকের দক্ষতা বৃদ্ধি করা
  • আধুনিক জাতের  ফসল চাষ সম্প্রসারণ
  • সূষম সেচ ব্যবস্থাপনা সম্প্রসারণ
  • উন্নত পদ্ধতিতে বীজ সংরক্ষণে কৃষকের দক্ষতা বৃদ্ধি করা
  • মাটির স্বাস্থ্য উন্নয়নে কৃষকের দক্ষতা বৃদ্ধি করা
  • সমন্বিত সার ব্যবস্থাপনায় কৃষকের দক্ষতা বৃদ্ধি করা
  • পরিবেশ সম্মত চাষাবাদে কৃষকের দক্ষতা বৃদ্ধি করা
  • কৃষি পূনর্বাসণ কর্মসূচীর বাস্তবায়ন
  • বিভিন্ন কৃষি ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন
  • কৃষি ভর্তূকী প্রদানে সহায়তা করা
  • কৃষক পরিচিতি কার্ড প্রদান
  • ১০ টাকার বিনিময়ে ব্যাংক এ্যাকাউন্ট খোলায় সহায়তা প্রদান
  • সার,বীজ,বালাইনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থা মনিটরিং করা ইত্যাদি।
  • বি.দ্র.- কৃষি বিষয়ক পরামর্শ বা সেবার পাওয়ার উপায় সেবা পাওয়ার ধাপে সন্নিবেশিত আছে।